১৮ আগস্ট, ২০২৩ ০৯:০৭

তানজিদ তামিম যেন লম্বা রেসের ঘোড়া!

অনলাইন ডেস্ক

তানজিদ তামিম যেন লম্বা রেসের ঘোড়া!

তানজিদ হাসান তামিম। ছবি-সংগৃহীত

তামিম ইকবালের পরিবর্তে তানজিদ হাসান তামিম। দেশসেরা ওপেনারের জায়গায় সুযোগ পাওয়া তানজিদ তামিমের ওপর আলাদা নজর থাকছে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাটিংয়ের মতো আক্রমণাত্মক মেজাজে চাপটাকে তানজিদ ছুড়ে ফেলেন মিডিয়ার মুখোমুখিতে। ২২ বছর বয়সী তরুণ ওপেনার স্পষ্ট করেই জানিয়েছেন, তিনি লম্বা রেসের ঘোড়া!

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য তানজিদ তামিম। আসন্ন এশিয়া কাপ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন। এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও জুনিয়র তামিমের ধ্যানজ্ঞানজুড়ে আসন্ন ভারত বিশ্বকাপ। যুব বিশ্বকাপের মতো এবার বড়দের বিশ্বকাপও জিততে চান তরুণ এই টাইগার ব্যাটার।

বৃহস্পতিবার প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। তামিম বলছিলেন, ‘আমরা যেটা অর্জন করছি, সেটা তো এখন অতীত। সবার মধ্যে এখন একটাই কথা, একটা স্বপ্ন যে বড়দের হয়ে বিশ্বকাপ জেতা। সবারই যখন দেখা হয়, সামনে যেহেতু বিশ্বকাপ, একটা জিনিসই মাথায় কাজ করে, আমরা এশিয়া কাপ যত টুর্নামেন্টই খেলি না কেন, ব্যাক অব দ্য মাইন্ডে কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকেই যায়। ইনশা আল্লাহ চেষ্টা করব এবার। যদি কপালে থাকে, ইনশাআল্লাহ হয়ে যাবে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর