১৯ আগস্ট, ২০২৩ ০৮:১৫

স্টোকস নিজ থেকেই অবসর ভেঙেছেন: বাটলার

অনলাইন ডেস্ক

স্টোকস নিজ থেকেই অবসর ভেঙেছেন: বাটলার

ফাইল ছবি

অবশেষে অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস। গত বছর ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এই বছরের বিশ্বকাপের আগে অবসর ভেঙে দলে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দিয়ে রঙিন পোশাকের ক্রিকেটে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

স্টোকসকে ফেরানোর জন্য শেষ কয়েকদিন দৌড়ঝাঁপ করছিলেন ইংলিশ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক জস বাটলার। এরপর স্টোকস নিজেই জানান, ফেরার জন্য প্রস্তুত তিনি। অর্থাৎ অবসর ভাঙার সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন।

যদিও সর্বশেষ অ্যাশেজ শেষে ওয়ানডে বিশ্বকাপে খেলার বিষয়ে জানতে চাওয়া হলে স্টোকস না ফেরার কথাই জানিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে দল গঠনের তোড়জোড় শুরু হতেই স্টোকসকে পাওয়ার জন্য মরিয়া হওয়ার কথা জানায় ইংল্যান্ড। তখন কোচ মট জানিয়েছিলেন, ‘জস (বাটলার) সম্ভবত তার সঙ্গে যোগাযোগ করবে, যদিও বেন’স (স্টোকস) এ বিষয়ে সোজাসাপ্টা ভাবতে পছন্দ করে। তাই আমরা তার আগ্রহের বিষয়টি জেনে নেব।’

তবে পরবর্তীতে সেই পথে হাঁটেনি দেশটির ক্রিকেট বোর্ড। এ বিষয়ে সাদা বলের ইংল্যান্ড অধিনায়ক বাটলার বলছেন, ‘সত্যি বলতে, এটা বেনের (স্টোকস) সিদ্ধান্ত ছিল। এরই মধ্যে বেনকে আপনারা সবাই বেশ ভালোভাবে চেনেন। আমার মনে হয় না, তার সঙ্গে কথা বলে কেউ তাকে রাজি করাতে পারত। এটা নিয়ে বেশ কিছুদিন আগে আমাদের কথা হয়েছিল। সে ফিরতে চায় কিনা, আমাকে জানানোর সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দিয়েছিলাম। আমরা খুশি যে, সে ফেরার জন্য প্রস্তুত। আর যেকোনো সময় তাকে দলে স্বাগত জানাতে পারা দারুণ ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘বেন অনেকটাই নিজের মতো কাজ করে, নিজের সিদ্ধান্ত নিজে নেয়। তার সঙ্গে অনেক দিন খেলেছি, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমার। তাকে বিরক্ত করে বারবার বলা, ‘ফিরে আসো, ফিরে আসো’, আসলে বেনের সঙ্গে কাজ করার পথ এটি নয়। সে নিজের মন তৈরি করে এবং সিদ্ধান্ত নেয়।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর