১৯ আগস্ট, ২০২৩ ১১:২৪

আল তাউনের ‘অন্যরকম’ পরিকল্পনা, আল নাসরের হার

অনলাইন ডেস্ক

আল তাউনের ‘অন্যরকম’ পরিকল্পনা, আল নাসরের হার

ঘরের মাঠে রোনালদো, মানে, আন্দ্রেসন তালিসকা এবং মার্সেলো ব্রজোভিচদের নিয়েই দল সাজিয়েছিল আল নাসর। লিগে প্রথম ম্যাচ হারলেও ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল তারা। তবে প্রতিপক্ষ আল তাউনের পরিকল্পনা ছিল একেবারেই অন্যরকম। রক্ষণ সুদৃঢ় রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলের ওপর ভরসা ছিল তাদের। আর অতি আক্রমণাত্মক আল-নাসর এখানেই হারিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ। সৌদি প্রো লিগের ম্যাচে আল-তাউনের কাছে ২-০ গোলে হারল আল নাসর। 

গোলমুখেও অনেক বেশি সফল ছিল সফরকারীরা। আল নাসর ৬১ শতাংশ বলের দখল রেখে শট নেয় ২৪টি; যার ৫টি লক্ষ্যে থাকলেও গোল হয়নি। অন্যদিকে আল-তাউনের ৮ টি শটের ৬ টিই ছিল লক্ষ্যে। 

এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের শক্ত ডিফেন্সের উপর ভরসা রেখে খেলতে থাকে আল তাউন। খেলার ধারার বিপরীতে ম্যাচের ২০ মিনিটেই লেয়ান্দ্রো তাওয়াম্বার গোলে লিড নেয় দলটি। আর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে নিজেদের দ্বিতীয় গোল আসে আহমেদ বাহউসাইনের কাছ থেকে। লিগে এটি তাউনের প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আল ফাতেহর সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্লাবটি। 

এই জয়ের পর লিগে ১৫তম স্থানে আছে রোনালদোর আলনাসর। অন্যদিকে এক জয় আর এক ড্র নিয়ে তালিকার ৪র্থ স্থানে আছে আলতাউন। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর