১ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০৩

আফগানিস্তানের বিপক্ষে জেতার জন্যই খেলবো: শান্ত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে জেতার জন্যই খেলবো: শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশের সামনে বাঁচা-লড়াই। এশিয়া কাপে এবার সাকিব আল হাসানের দলের প্রতিপক্ষ আফগানরা। হারলে বাদ, জিতলে টিকে থাকবে সুপার ফোরের আশা। 

এমন বাঁচা-মরার ম্যাচের আগে আত্ববিশ্বাসী টিম বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ম্যাচ শেষে আফগানদের বিপক্ষে জেতার জন্যই খেলবেন বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ‘পরের ম্যাচ আমাদের জিততে হবে। পরের ম্যাচ আমরা জেতার জন্যই খেলব। পরের ম্যাচ জেতার পরে বোঝা যাবে কী সমীকরণ দাঁড়াবে বা কী হবে। পরের ম্যাচ আমরা জেতার জন্যই খেলব।’ 

ক্যান্ডির পাল্লকেলে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ মাত্র ১৬৪ রানে অলআউট হয়। রান তাড়া করতে নেমে ১১ ওভার আগেই ৫ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। একমাত্র শান্ত এই ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ মাত্র ২০। এটি আসে হৃদয়ের ব্যাট থেকে।

জুলাইয়ে ঘরের মাঠে আফগানদের কাছে হারলেও অতীত টানতে চাইছেন না শান্ত। নজর শুধু সামনে, ‘শেষ টি-টোয়েন্টি ম্যাচ (সিরিজ) আমরা জিতেছিলাম। ওয়ানডে ভালো হয়নি। আমরা অতীত নিয়ে চিন্তা করছি না। আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে আফগানিস্তানের সাথে ভালো ফলাফল করা সম্ভব।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর