২ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৩

ব্যথা পেয়ে অনুশীলন ছাড়লেন কোহলি

অনলাইন ডেস্ক

ব্যথা পেয়ে অনুশীলন ছাড়লেন কোহলি

সংগৃহীত ছবি

এশিয়া কাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামার আগে শেষ প্রস্তুতির সময় ভারত শিবিরে বাধে বিপত্তি। মোহাম্মদ সিরাজের বলে হাতে আঘাত পেয়ে অনুশীলন ছেড়ে চলে যান বিরাট কোহলি।

শুক্রবার শ্রীলঙ্কার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে অনুশীলন শুরু হয় ভারতের। পাল্লেকেলের আউটারের নেটে চলে কোহলিদের ব্যাটিং সেশন। সেখানে মোহাম্মদ সিরাজের বল লাগে বিরাট কোহলির হাতে। ব্যথায় কুকরে ওঠেন কোহলি। হাটু মাথা নিচু করে হাত ধরেছিলেন মিনিট কয়েক। এরপর থাম্বসআপ দিয়ে কোহলি অনুশীলন শুরু করেন। কিন্তু ২ বলের বেশি খেলতে পারেননি। ফিজিওসহ চলে যান ড্রেসিংরুমে।

ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৩২ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তার মধ্যে ৭৩টিতে জিতেছে পাকিস্তান। আর ৫৫টিতে জিতেছে ভারত। ৪টি ম্যাচে ফল হয়নি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর