৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:০৯

ওই হিসাবটা জানতো না আফগানরা!

অনলাইন ডেস্ক

ওই হিসাবটা জানতো না আফগানরা!

রশিদ খান

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের সামনে দাঁড়িয়েছিল কঠিন এক সমীকরণ। তবুও হাল ছাড়েনি তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ ওভার ১ বলে ২৯২ রান করার সমীকরণও প্রায় বাস্তব করে ফেলেছিল। কিন্তু হতাশায় পুড়তে হয়েছে শেষ অবধি। সুপার ফোরে চলে যায় লঙ্কানরা। শেষ পর্যন্ত ম্যাচও জিততে পারেনি আফগানরা। 

শেষ সাত বলে আফগানদের সামনে ছিল ১৫ রানের। ৩৭তম ওভারে রশিদ খান তিন চারে নেন ১২ রান। এরপর সমীকরণ ছিল এক বলে তিন রানের। কিন্তু মুজিব উর রহমান হয়ে যান আউট। তখনও অবশ্য সুযোগ ছিল আফগানদের। ছক্কা মেরে তাদের সংগ্রহটাকে নিয়ে যেতে হতো ২৯৫তে, তাহলেই সুপার ফোরে পৌঁছে যেত তারা। কিন্তু উইকেটে থাকা রশিদ খানের প্রতিক্রিয়া দেখে মনে হয়নি তিনি জানতেন। ম্যাচশেষে সেটিই স্বীকার করলেন আফগানদের কোচ জনাথন ট্রট।  

ম্যাচের পর সংবাদ সম্মেলনে তার অবশ্য দাবি ‘যোগাযোগ’ করা হয়নি। কিন্তু সেটি কার দায়িত্ব তা স্পষ্ট করেননি তিনি। ট্রট বলেন, ‘আমাদের সঙ্গে এমন হিসাব নিয়ে কখনও যোগাযোগ করা হয়নি। আমাদের বলা হয়েছিল ৩৭.১ ওভারে জিততে হবে। আমাদের সঙ্গে ২৯৫ বা যাই হোক, সেটা নিয়ে কোনো যোগাযোগ করা হয়নি।’ 

পরের তিন বলে ছক্কা মারলে সুপার ফোরে উঠার সমীকরণ কি তাহলে জানা ছিল না? এমন প্রশ্নের উত্তরে ট্রট বলেন, ‘এটা নিয়ে আমাদের সঙ্গে কোনো যোগযোগ হয়নি।’ এরপর সমর্থকদের হতাশা নিয়ে আফগান কোচ বলেন, ‘সবাই হতাশ হবে। ড্রেসিংরুমে আমিসহ সবাই হতাশ। আমার মনে হয় সবাই হতাশাটা ভাগাভাগি করছে।’

‘নবী যখন এসেছিল, ডমিনেট করছিল এটা খুব ভালো ছিল। রহমত শাহ এসেও সুন্দর খেলছিল। আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল। আমাদের জেতা উচিত ছিল সমীকরণের মধ্যে। বিশেষত যখন ১০ বলে ১৬ রান দরকার ছিল। তখন শুধু মাথা ঠাণ্ডা করে বলটাকে মাটিতে রাখলেই জিততে পারতাম।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর