১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৪

দলের সবাই খুশিতেই আছে: মিরাজ

অনলাইন ডেস্ক

দলের সবাই খুশিতেই আছে: মিরাজ

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে এক বল আগে অলআউট হয়ে যায় ভারত। 

টুর্নামেন্ট শেষ করে শনিবার দুপুরে দেশে ফিরেছে টাইগাররা। শেষ ম্যাচে ভারতকে হারানোয় কিছুটা স্বস্তি নিয়েই দেশে ফিরেছেন সাকিব আল হাসানরা। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, দলের সবাই খুশিতেই আছেন। ভারতের বিপক্ষে জয় পরের ধাপে কাজে আসবে বলেও বিশ্বাস তার।

তিনি বলেন, ‘শেষ ম্যাচটা জয় হয়েছে, এটা খুব ভালো। ভারতের সঙ্গে জিতেছি, এতে অবশ্যই আমাদের দলের ভেতরে আলাদা আত্মবিশ্বাস কাজ করবে। যেহেতু ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ছিল। ওদের আমরা হারিয়েছি এটা আমাদের পরের ধাপে সাহায্য করবে, যেহেতু সামনে বিশ্বকাপ আছে। সবাই অনেক হ্যাপি আছে।’

‘একটা জিনিস দেখেন ম্যাচটা এরকম ছিল আমাদের তো কোনো সম্ভাবনা ছিল না যে এশিয়া কাপে ফাইনালে উঠার। কিন্তু আমাদের একটা আশা ছিল ভারতের সঙ্গে জিততে পারি আত্মবিশ্বাসটা ভালো থাকবে বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে। আমাদের সামনে তো বড় ইভেন্ট বিশ্বকাপ, যেহেতু ভারতে খেলা, ওদের হারাতে পারলে দলের স্পিরিটটা বেড়ে যাবে। ওটাই হয়েছে। শেষ ম্যাচে যেভাবে এসেছি, অসাধারণ। ’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর