১৭ সেপ্টেম্বর, ২০২৩ ২১:১২

ম্যাচসেরার পুরস্কার মাঠকর্মীদের উৎসর্গ করলেন সিরাজ

অনলাইন ডেস্ক

ম্যাচসেরার পুরস্কার মাঠকর্মীদের উৎসর্গ করলেন সিরাজ

এশিয়া কাপে পাল্লেকেলে অনুষ্ঠিত দুই ম্যাচের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচটি পণ্ড হয়। কলম্বোতে গ্রাউন্ডসম্যানদের আপ্রাণ চেষ্টায় ওভার কমিয়ে হলেও সুপার ফোরের সব ম্যাচই আয়োজন করা সম্ভব হয়েছে। যদিও ভারত-পাকিস্তান ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডেতে। আজ ভারত-শ্রীলঙ্কা ফাইনালেও বৃষ্টির পর দ্রুত মাঠ শুকান গ্রাউন্ডসম্যানরা। তাই বলতে গেলে এশিয়া কাপ মাঠে ফিরিয়েছেন গ্রাউন্ডসম্যানরা।

আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কা ফাইনালে ম্যাচসেরা হন মোহাম্মদ সিরাজ। এই ভারতীয় পেসার তার পুরস্কারের অর্থ দিয়েছেন কলম্বোর গ্রাউন্ডসম্যানদের। ম্যাচসেরা হিসেবে ৫ হাজার ডলার পেয়েছিলেন তিনি।

বৃষ্টির সঙ্গে লড়াই করে পিচ তৈরি করার দুর্দান্ত কাজের স্বীকৃতি হিসেবে এসিসি ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও গ্রাউন্ডসম্যানদের জন্য ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর