শিরোনাম
২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২৪

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারতে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। আইসিসির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিবে ১০টি দল। বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দল দু'টি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। এরই ধারাবাহিকতায় আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

আসামের গুয়াহাটিতে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে সাকিব আল হাসানরা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

২ অক্টোবর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে। 

বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ ভারতের তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দু'টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর