৪ অক্টোবর, ২০২৩ ১৪:৩৪

বন্ধুদের বাসা থেকে কেন খেলা দেখতে বললেন কোহলি?

অনলাইন ডেস্ক

বন্ধুদের বাসা থেকে কেন খেলা দেখতে বললেন কোহলি?

ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার থেকেই ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু। তার আগেই বন্ধুদের অনুরোধ করলেন বিরাট কোহলি। তার অনুরোধ, বিশ্বকাপের খেলা দেখার জন্য তার কাছে যেন কেউ টিকিট না চান। একই অনুরোধ করেছেন বিরাটের স্ত্রী আনুশকা শর্মাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি লিখেছেন, বিশ্বকাপ শুরু হতে তলেছে। আমার সব বন্ধুদের কাছে অনুরোধ, বিশ্বকাপের সময় টিকিট চেয়ে লজ্জা দেবে না। বাড়িতে বসে খেলার আনন্দ উপভোগ করো।

বিশ্বকাপের টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পরেই ভারতের সব ম্যাচের টিকিট হু হু করে শেষ হয়ে গেছে। অনেকে অভিযোগ করেছেন, টিকিট বিক্রি শুরু হওয়ার আগে থেকে প্রস্তুতি নিয়েও টিকিট কাটতে পারেননি তারা।

এই অবস্থায় অনেকেই পরিচিতদের কাছ থেকে টিকিট জোগাড়ের চেষ্টা করছেন। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটারেরাও। বিশ্বকাপের সময় টিকিটের অনুরোধে যাতে মনোযোগ ব্যাঘাত না হয়, তার জন্যই বিরাট আগে থেকে অনুরোধ করলেন বন্ধুদের।

সেই পোস্টের স্ক্রিনশট দিয়ে আনুশকা যোগ করেছেন, বিরাটের কাছ থেকে টিকিট না পেলে তার কাছে যেন কেউ সাহায্য না চান।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর