৫ অক্টোবর, ২০২৩ ১৪:০৭

ম্যানসিটির সহজ জয়

অনলাইন ডেস্ক

ম্যানসিটির সহজ জয়

লিগ কাপ ও প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের পর চ্যাম্পিয়নস লিগে এসে জয় মিলেছে ম্যানচেস্টার সিটির। লিপজিগের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার দল। এতে শিরোপা ধরে রাখার মিশনে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি।

ফিল ফোডেন লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় সিটি। ৪৮ মিনিটে লিপজিগকে সমতায় ফেরান লোইস ওপেনডা। এরপর ৮৪ মিনিটে হুলিয়ান আলভারেজ এবং যোগ করা দুই মিনিটে জেরেমি ডেকো গোল করে ম্যানচেস্টার সিটির জয় নিশ্চিত করেন। 

দুই ম্যাচ পর জয়ে ফেরায় শিষ্যদের ওপর আস্থা রাখছেন পেপ গার্দিওলা। তিনি বলেন, ‘আমার দল এবং ফল নিয়ে কোনো বিচার বিশ্লেষণে যাচ্ছি না। আপনি যদি মনে করেন, আমার দলের খেলোয়াড়দের নিয়ে আমি সন্দিহান তাহলে ভুল। এই ছেলেদের ওপর আমার আস্থা আছে।’ 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর