১২ অক্টোবর, ২০২৩ ১৯:৩৩
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল-২০২৩

বাংলাদেশ প্রতিদিনের উড়ন্ত সূচনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিনের উড়ন্ত সূচনা

বাংলাদেশ প্রতিদিন টিম

দাপুটে জয় দিয়ে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩ আসর শুরু করল বাংলাদেশ প্রতিদিন।

আজ বৃহস্পতিবার শক্তিশালী আমাদের অর্থনীতির বিপক্ষে নেমে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলের বড় জয় তুলে নেয় বাংলাদেশ প্রতিদিন। 

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল পৌনে ১০টায় উত্তেজনাকর ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে দুর্দান্ত শটে দুই গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ প্রতিদিনের শফিকুল ইসলাম সোহাগ।

ম্যাচ শুরুর বাঁশি পড়তেই তিন সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের জালে বল ঢুকিয়ে দলকে এগিয়ে নেন শামীম আহমেদ। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও ১-০ গোলের ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে নেমে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠেন আমাদের অর্থনীতির খেলোয়াড়রা। কিন্তু, রক্ষণভাগে দেয়াল হয়ে দাঁড়ান বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না ও মাহবুব মমতাজী। 

ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দুইবার গোলে শর্ট নিতে পারলে বাংলাদেশ প্রতিদিনের অভিজ্ঞ গোলকিপার সাখাওয়াত কাওসারের হাতে এসে ধরা দেয় বল। 

এক গোলে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে আরও চাঙ্গা হয়ে ওঠে বাংলাদেশ প্রতিদিন টিম। চার মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে নেন শফিকুল ইসলাম সোহাগ। এরপরই গোলতৃষ্ণায় থাকা ওয়াজেদ হীরা করেন তৃতীয় গোলটি। 

এরই মধ্যে রেফারির কাছ থেকে ঘোষণা আসে- খেলার বাকি আছে এক মিনিট। গোল ব্যবধান কমাতে মরিয়া আমাদের অর্থনীতির খেলোয়াড়রা গোলপোস্ট লক্ষ্য করে দূর থেকে একের পর এক শট করেও ভাঙতে পারেননি প্রতিপক্ষের রক্ষণভাগ। 

এদিকে খেলার সমাপ্তির বাঁশি বাজার ৩০ সেকেন্ড আগে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে ৪-০ গোলের ব্যবধান এনে দেন শফিকুল ইসলাম সোহাগ। 

গত ১১ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৫০টি গণমাধ্যম টিম।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর