২৪ নভেম্বর, ২০২৩ ১২:৩৯

বিশ্বকাপ ফাইনালে হার; কী অভিযোগ শামির?

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে হার; কী অভিযোগ শামির?

ফাইল ছবি

বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জেতার পরে ফাইনালে হারতে হয়েছে ভারতকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতাশ করেছে ভারতের ব্যাটিং। বোলারেরা চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি। এই হারের দায় দলের ব্যাটারদের উপর চাপিয়েছেন মোহাম্মদ শামি। 

বিশ্বকাপের চার দিন পরে সংবাদ সংস্থা এএনআইকে শামি বলেন, ‘‘আমরা বেশি রান করতে পারিনি। ৩০০ রান করতে পারলেই ওদের আটকে দিতাম। কারণ, আমদাবাদের উইকেটে ৩০০ রান করা সহজ ছিল না। ব্যাটারদের আরও একটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। আগের ১০ ম্যাচে আমরা যেভাবে ব্যাট করেছি ফাইনালে সেটা করতে পারিনি।’’

ব্যাটারদের দায়ী করলেও বিতর্ক বাড়াতে চাননি শামি। তিনি বলেন, ‘‘এখন আর অন্যদের উপর দায় চাপিয়ে কোনও লাভ নেই। কারণ, ক্রিকেট দলগত খেলা। আমরা একটা দল হিসেবেই খেলেছি। দল হিসেবেই হেরেছি। কিন্তু আমাদের রান কম হয়েছিল। সেটা মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই।’’ 

বিশ্বকাপে মাত্র সাতটি ম্যাচ খেলে সব থেকে বেশি ২৩টি উইকেট নিয়েছেন শামি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে একাই জিতিয়েছেন ভারতীয় পেসার। ফাইনালে অস্ট্রেলিয়ার জিততে ২৪১ রান দরকার ছিল। শুরুতে উইকেট নিলেও মাঝের ওভারে উইকেট নিতে না পারায় হারতে হয়েছে ভারতকে। সেটা মেনে নিতে পারছেন না ভারতীয় পেসার।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর