৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:২৪

'হ্যান্ডেলড দ্য বল' আউট হয়ে বিরল ইতিহাস গড়লেন মুশফিক

অনলাইন ডেস্ক

'হ্যান্ডেলড দ্য বল' আউট হয়ে বিরল ইতিহাস গড়লেন মুশফিক

সংগৃহীত ছবি

বিশ্বকাপে শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করে ক্রিকেটের ইতিহাসে এক নতুন ঘটনার জন্ম দিয়েছিল বাংলাদেশ। এবার টাইগার ব্যাটার মুশফিকুর রহিম হলেন আরেক বিরল ঘটনার সাক্ষী। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ‘হ্যান্ডেলড দ্য বল’ আউট হওয়ার রেকর্ড গড়লেন মুশফিক। 

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০.৪ ওভারে ঘটে এই ঘটনাটি।

কাইল জেমিসনের স্টাম্পের ওপর করা বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। বল তার ব্যাটে লাগার পর পপিং ক্রিজে ড্রপ করে ডান দিকে সরে যাচ্ছিল। ঠিক তখনই ডান হাত দিয়ে বলটি আরও ঠেলে দেন মুশফিক।

নিউজিল্যান্ডের ফিল্ডাররা আর দেরি করেননি। আবেদন করেন বোলার জেমিসন। অধিনায়ক টিম সাউদিসহ বাকিরাও যুক্ত হন সেই আবেদনে। টিভি রিপ্লে দেখে মুশফিককে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার।

টেস্টে হ্যান্ডেলড দ্য বল আউট হওয়া অষ্টম ক্রিকেটার মুশফিক। সবশেষ ২০০১ সালে ভারতের বিপক্ষে 'হ্যান্ডেলড দ্য বল' আউট হয়েছিলেন মাইকেল ভন। আর সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 'হ্যান্ডলড দ্য বল' আউট হওয়া একাদশতম ব্যাটার মুশফিক।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর