১৫ ডিসেম্বর, ২০২৩ ২৩:২৩

প্রিমিয়ার লিগে প্রথম নারী রেফারি রেবেকা

অনলাইন ডেস্ক

প্রিমিয়ার লিগে প্রথম নারী রেফারি রেবেকা

রেবেকা ওয়েলশ

আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায় রেবেকা ওয়েলশ। প্রথম নারী রেফারি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন তিনি।

৪০ বছর বয়সী রেবেকা আগামী ২৩ ডিসেম্বর বার্নলির বিপক্ষে ফুলহ্যামের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন। লিগ কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায় বিষয়টি।

এই বছরের শুরুতে প্রথম নারী রেফারি হিসেবে ছেলেদের চ্যাম্পিয়নশিপের (ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর) ম্যাচ পরিচালনা করেন রেবেকা।

আর ১৫ বছরের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ রেফারি হিসেবে প্রিমিয়ার লিগের ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন স্যাম অ্যালিসন। আগামী ২৬ ডিসেম্বর শেফিল্ড ইউনাইটেড ও ফুলহ্যামের ম্যাচে রেফারি থাকবেন তিনি।

ইংল্যান্ডের শীর্ষ লিগে সবশেষ কৃষ্ণাঙ্গ রেফারি ছিলেন ইউরাইয়া রেনি। ২০০৯ সালে ইংলিশ ফুটবলের শীর্ষ চার স্তরে রেফারিং থেকে অবসর নেন তিনি।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর