কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ প্রতিযোগিতার পর্দা নামল। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আসরে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শেহজাদ আর মজিদ, রানারআপ হয়েছেন মেজর গোলাম মওদুদ (অব.)। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফাতেমা রহমান। কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট এস এম শফিউদ্দিন আহমেদ। পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান, এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন, মেজর জেনারেল জহিরুল ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৬৫৫ গলফারও উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের প্রধান সম্পাদক ইনামুল হক চৌধুরী, সম্পাদক রেজাউল করিম, নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার উপস্থিত ছিলেন।
বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আসরটি গড়িয়েছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে গফল একটি জনপ্রিয় ও সম্ভাবনাময় খেলা। এ খেলার উন্নয়নে দেশের সর্ববৃহৎ ক্রীড়ামোদী করপোরেট প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ সবসময় পাশে রয়েছে এবং থাকবে। ১৩ ডিসেম্বর পর্দা উঠেছিল এ গলফ প্রতিযোগিতায়। সমাপনী দিনে পুরস্কার পেয়ে গলফাররা খুশি।