২১ ডিসেম্বর, ২০২৩ ২৩:৫২

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতরান সঞ্জুর

অনলাইন ডেস্ক

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতরান সঞ্জুর

আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে প্রথম শতরান করলেন সঞ্জু স্যামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ছক্কা ও ৬ চারে ১১৪ বলে ১০৮ রান করলেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে ২৯৬ রান তুলেছে ভারত।

বৃহস্পতিবার পার্লে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ভারতের দুই ওপেনার রজত পাতিদার এবং সাই সুদর্শন। তবে পঞ্চম ওভারে ২২ রানে পাতিদার বোল্ড হলে রানের গতি কমতে শুরু করে। পরে সুদর্শন ফেরেন ১০ রানে।

দলীয় ৪৯ রানে দুই ওপেনারের বিদায়ের পর সাবধানী ব্যাটিং করেছেন লোকেশ রাহুল এবং সঞ্জু স্যামসন। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৫২ রানের জুটি। রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েন মুল্ডার। ২১ রান করে ফিরেছেন ভারতীয় অধিনায়ক।

চতুর্থ উইকেটে ১১৬ রানের জুটি গড়ে খেলার মোড় ঘুরিয়ে দেন তিলক ভার্মা এবং সঞ্জু। এই জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। ৭৭ বলে ৫২ রানের সময়োপযোগী ইনিংস খেলেছেন তিলক। সঞ্জু আউট হয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে।

ফিনিশিংয়ে রিঙ্কু সিংয়ের ২৭ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংসে ২৯৬ রানের সংগ্রহ পায় ভারত।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর