২৯ ডিসেম্বর, ২০২৩ ১৯:৫৪

যে কারণে রিশাদকে কৃতিত্ব দিলেন সাইফার্ট

অনলাইন ডেস্ক

যে কারণে রিশাদকে কৃতিত্ব দিলেন সাইফার্ট

শুক্রবার মাউন্ট মঙ্গানুইতে টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ১১ ওভারে তারা ২ উইকেটে ৭২ রান তোলে। তবে এরপর বৃষ্টির বাগড়া। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে এই সময়ে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন ৩ ওভার বল করেন। দিয়েছেন মাত্র ১০ রান। উইকেট না পেলেও পিচের বাউন্সকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে ফেলেন তিনি। তার ১৮ ডেলিভারির অর্ধেকই ছিল ডট। তিনি কোনো বাউন্ডারিও হজম করেননি।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের সাইফার্ট বলেন, 'আমার মনে হয়, সে (রিশাদ) বেশ ভালো বোলিং করেছে। সে বাতাসের গতির দিকে বোলিং করছিল। বাতাস বেশ জোরেই ছিল। সোজা মারা কঠিন ছিল। বাউন্ডারির আকারও এখানে ভালোই বড়। আবার জোরে বাতাস ছিল। সে ভালো করেছে। বাতাসে ভালো করেছে। ছেলেরা তাকে ভালোই খেলেছে। তবে তাকে কৃতিত্ব দিতেই হবে ভালো বোলিংয়ের জন্য।'

টাইগার শিবিরে লেগ স্পিনারের অভাব বহুদিনের। রিশাদ সেই জায়গাটা পূরণ করতে পারবেন কিনা সে নিয়ে বেশ প্রশ্ন। তবে বিপরীত চিন্তাও আছে, লেগ স্পিনাররা কেনো যেনো বিসিবির পরিচর্যা ও মূল্যায়ন পায় না ঠিকঠাক। তবে চলতি সফরে নিয়মিত সুযোগ মিলছে রিশাদের। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে এই নিয়ে মোট চারটি ম্যাচ খেললেন তিনি। নিজের এদিনের পারফরম্যান্স নিয়ে রিশাদ বলেন, 'আমি যখন বোলিংয়ে যাই, তখন চিন্তা করি নিজের সামর্থ্যের বাইরে যেন না যাই, (চেষ্টা করি সামর্থ্যের) ভেতরে থাকার জন্য।'


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর