৪ জানুয়ারি, ২০২৪ ০৮:৪৪

মায়োর্কাকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত রিয়াল মাদ্রিদের

অনলাইন ডেস্ক

মায়োর্কাকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত রিয়াল মাদ্রিদের

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ লড়াই করল মায়োর্কা। কিন্তু তাদের দুইটি প্রচেষ্টা লাগল পোস্ট ও ক্রসবারে। পোস্ট বাধা হয়ে দাঁড়াল রিয়ালের সামনেও। শেষ পর্যন্ত অবশ্য ঠিকই জালের দেখা পেল তারা। মজবুত করল লা লিগার শীর্ষস্থান।

নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে বুধবার (০৩ ডিসেম্বর) রাতে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন আন্টোনিও রুডিগার। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের অপরাজেয় যাত্রা বেড়ে দাঁড়াল ১৮ ম্যাচে। গত ২৪ সেপ্টেম্বর লিগে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হারের পর এই তেতো স্বাদ আর পেতে হয়নি তাদের।

পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণ জমাট রেখে খেলতে থাকা মায়োর্কার বিপক্ষে চতুর্দশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় রিয়াল। ডান দিক থেকে লুকা মদ্রিচের ক্রসে বক্সে জুড বেলিংহ্যামের ডাইভিং হেড অনায়াসে ঠেকান গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। ছয় মিনিট পর সুবর্ণ সুযোগ হারান চোট কাটিয়ে প্রায় দুই মাস পর ফেরা ভিনিসিউস জুনিয়র। মদ্রিচের পাস বক্সে খুঁজে পায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে, কিন্তু ওয়ান-অন-ওয়ানে বাইরে মারেন তিনি।

৩৭তম মিনিটে দুর্দান্ত এক সেভে রিয়ালের হতাশা বাড়ান রাইকোভিচ। বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ভিনিসিউসের নেওয়া চমৎকার শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন এই সার্বিয়ান গোলরক্ষক। ৪২তম মিনিটে দূর্ভাগ্যের ফেরে গোল পায়নি মায়োর্কা। সতীর্থের ক্রসে বক্সে আন্তোনিও সানচেসের হেড ক্রসবারে লাগে। গোলের জন্য ম্যাচে সফরকারীদের প্রথম প্রচেষ্টা ছিল এটি।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে হতাশা দ্বিগুণ হয় মায়োর্কার খেলোয়াড়দের। এবার ২৫ গজ দূর থেকে সামু কস্তার জোরাল নিচু শট পোস্টে লাগে। ৬৯তম মিনিটে রিয়ালের গোল না পাওয়াটা ছিল বিস্ময়কর। বক্সের ভেতর বাঁ দিক থেকে রদ্রিগোর শট হাত বাড়িয়ে ফেরান গোলরক্ষক। ফিরতি বল যায় ব্রাহিম দিয়াসের কাছে, খুব কাছ থেকে তার হেড লাগে পোস্টে।

অবশেষে ‘ডেডলক’ ভাঙে ৭৮তম মিনিটে। মদ্রিচের দারুণ কর্নারে লাফিয়ে হেডে রিয়ালকে এগিয়ে নেন জার্মান ডিফেন্ডার রুডিগার। মায়োর্কা গোলরক্ষক ফেরানোর কোনো সুযোগই পাননি। বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ পায়নি কেউ, তবে স্বস্তির জয়ে রেয়ালের নতুন বছর শুরু নিশ্চিত হয়ে যায়।

১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৪৮। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তাদের সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকোর সমান ৩৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে শিরোপাধারী বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে মায়োর্কা।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর