৮ জানুয়ারি, ২০২৪ ১৬:১৭

কেপটাউন টেস্টের পিচ নিয়ে ক্ষিপ্ত গাভাস্কার

অনলাইন ডেস্ক

কেপটাউন টেস্টের পিচ নিয়ে ক্ষিপ্ত গাভাস্কার

সুনীল গাভাস্কার

সম্প্রতি টেস্ট ক্রিকেটের ইতিহাসে বল হিসেবে সবচেয়ে ‘সংক্ষিপ্ততম টেস্ট’ ম্যাচ হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার মাঝে। মাত্র দেড় দিনে ১০৭ ওভারের ম্যাচটিতে ভারত ৭ উইকেটে জিতেছে। টেস্টের প্রথম দিনেই পড়ে গিয়েছিল ২৩টি উইকেট, যা এখন ক্রিকেটাঙ্গনের বেশ আলোচিত বিষয়।

টেস্ট ম্যাচ চলাকালীন টেলিভিশনে পিচ রিপোর্টে সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক শন পোলক ‘নিউল্যান্ডসের কিউরেটর ভুল করেছেন’ বলে মন্তব্য করেছিলেন।

তবে কেপটাউন টেস্টের ওই পিচ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন সাবেক ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার।

অতীতে ভারত নিজেদের মাটিতে স্পিনিং উইকেট তৈরি করে বেশ কয়েকবার সমালোচিত হয়েছিল। আড়াই-তিন দিনের মধ্যে খেলা শেষ হওয়া বেশ কয়েকটি টেস্টের পিচকে ‘বাজে’ আখ্যাও দেয় আইসিসি।

ভারত টার্নিং উইকেট বানালে সেটি প্রতারণা’, আর তারা উইকেটে গড়বড় করলে সেটি ‘ভুলক্রমে’ হয়ে গেছে বলা হয় উল্লেখ করে এক কলামে গাভাস্কার বলেছেন, ক্রিকেটের পুরোনো শক্তিরা ভারতকে ‘হেয়’ করার চেষ্টা করে সব সময়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর