টেস্ট ক্রিকেট ছেড়েছেন ডেভিড ওয়ার্নার। তার জায়গায় ওপেনিং করবেন কে, তা নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল অস্ট্রেলিয়া ক্রিকেটে। শেষ পর্যন্ত স্টিভ স্মিথকে টেস্ট ক্রিকেটে ওপেনিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ওপেন করতে দেখা যাবে স্মিথকে।
দল ঘোষণার সময় প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, প্রথম টেস্টে ব্যাটিংয়ে ওপেন করছেন স্মিথ। যদিও অনেকেই বলেছিলেন, স্মিথ চার নম্বরেই সেরা। কিন্তু শেষ পর্যন্ত স্মিথের ইচ্ছাকেই গুরুত্ব দিলেন নির্বাচকরা। স্মিথের ছেড়ে দেওয়া চার নম্বরে ব্যাট করবেন ক্যামেরন গ্রিন।আগামী বুধবার অ্যাডিলেডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। যেখানে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে স্মিথকে।
এদিকে, টেস্টের পর ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে এই সিরিজে বিশ্রামে রাখা হবে। তাই স্মিথের কাঁধেই যাচ্ছে নেতৃত্বভার।
প্রথম টেস্টের জন্য স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জস হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাথু রেনশো, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।
বিডি প্রতিদিন/এমআই