১০ জানুয়ারি, ২০২৪ ২০:৪৪

যুব বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

অনলাইন ডেস্ক

যুব বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

মাসুদুর রহমান মুকুল

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল। 

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। আগামী ১৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘টুর্নামেন্ট পরিচালনার জন্য অভিজ্ঞ ১৬ জন আম্পায়ার এবং ৪ জন ম্যাচ রেফারিকে নির্বাচন করা হয়েছে। আসরে মোট ৪১টি ম্যাচে তরুণ ক্রিকেটারদের লড়াই দেখা যাবে।’

গ্রুপ পর্বের ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদেরও নিশ্চিত করা হয়েছে। এরমধ্যে ১৯ জানুয়ারি পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের রোল্যান্ড ব্ল্যাকের সাথে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সোহেল।

২১ জানুয়ারি কিম্বার্লিতে শ্রীলংকা ও জিম্বাবুয়ে ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মুকুল। অন ফিল্ডে থাকবেন মাইক বার্নস এবং প্যাট্রিক গুস্টার্ড।

ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করতে গিয়ে আইসিসি ম্যানেজার, আম্পায়ার এবং রেফারি শন ইজি বলেন, ‘আইসিসি ক্যালেন্ডারে অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। এটি দীর্ঘ দিন ধরে ভবিষ্যত ক্রিকেটার তৈরির প্লাটফর্ম হিসেবে কাজ করছে এবং এবারের আসরেও অনেক তরুণ খেলোয়াড় অংশ নিবে। এটি তাদের জন্য বিশ্ব মঞ্চে কোন প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রথম স্বাদ।’

আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের কর্মকর্তারা

আম্পায়ার: বিসমিল্লাহ জান শিনওয়ারি, ডোনোভান কোচ, ফিল গিলেস্পি, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, মাইক বার্নস, কেএনএ পদ্মানাভন, রোল্যান্ড ব্ল্যাক, ফয়সাল খান আফ্রিদি, রশিদ রিয়াজ ওয়াকার, আলাহুদ্দিন পালেকার, বোঙ্গানি জেলে, প্যাট্রিক গুস্টার্ড, নাইজেল ডুগুইড, ল্যাংটন রুসেরে, ফরস্টার মুতিজওয়া।

ম্যাচ রেফারি : গ্রায়েম ল্যাবরয়, শাইদ ওয়াদভালা, নারায়ন কুট্টি, ওয়েন নুন।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর