১২ জানুয়ারি, ২০২৪ ০১:৪২

এবার লামিচানেকে জাতীয় দল থেকেও বহিষ্কার

অনলাইন ডেস্ক

এবার লামিচানেকে জাতীয় দল থেকেও বহিষ্কার

নেপালের সাবেক অধিনায়ক সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়ায় আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির কাঠমান্ডু জেলা আদালত। বুধবার তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়।

এবার লামিচানেকে বহিষ্কার করা হয়েছে নেপাল জাতীয় দল থেকেও। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, তিনি দেশটির ঘরোয়া লিগেও খেলতে পারবেন না।

বৃহস্পতিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) সভাপতি চাতুর বাহাদুর চাঁদ এক বিবৃতিতে জানান, সন্দ্বীপ লামিচানেকে যেকোনো ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার হয়েছে। কারণ, সে দণ্ডপ্রাপ্ত আসামি।

গত ২৯ ডিসেম্বর আদালতের বেঞ্চ জানিয়েছিলেন, দেশটির সাবেক অধিনায়ক লামিচানের বিরুদ্ধে ২৬ বছর বয়সী গুশালাকে (ছদ্মনাম) ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এর আগে, ২০২২ সালের ২১ আগস্ট তিলগঙ্গা হোটেলে ভুক্তভোগীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর