১৯ জানুয়ারি, ২০২৪ ০৪:৩৯

‘শোনা কথায় কান দেবেন না’, অধিনায়কত্ব প্রশ্নে লিটন

অনলাইন ডেস্ক

‘শোনা কথায় কান দেবেন না’, অধিনায়কত্ব প্রশ্নে লিটন

লিটন দাস। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্বের দৌড়ে একসময় সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন লিটন দাস। তবে জাতীয় দলের নেতৃত্ব থেকে এখন অবশ্য একটু দূরেই ছিটকে পড়েছেন তিনি। সবশেষ নিউজিল্যান্ড সফরে অধিনায়ক করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। এমনকি দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তাকেই মনে করছেন অনেকে।

এবারের বিপিএলে অবশ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দিচ্ছেন লিটন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসা লিটনের কাছে জানতে চাওয়া হয় নেতৃত্বে আগ্রহ নেই, এমন গুঞ্জনের ব্যাপারে। উত্তরে লিটন বলেন, ‘শোনা কথায় কান দিতে হয় না …। ’ এরপর পুরো ব্যাপারটাই গুজব কি না এমন জিজ্ঞাসায় তার উত্তর ছিল ‘আমি তো বললাম, শোনা কথা কখনও কান দেবেন না। ’

বিপিএলে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও শিরোপার প্রত্যাশা রেখেই দল গড়েছে তারা। লম্বা সময় ইমরুল কায়েসের হাতে নেতৃত্ব থাকলেও এবার সেটি তুলে দেওয়া হয়েছে লিটনের হাতে। এই উইকেটরক্ষক ব্যাটারও দলের প্রত্যাশার প্রতিদান দিতে চান।

তিনি বলেন, ‘আমি যেহেতু এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছি এবং তারা আমাকে সুযোগটা দিয়েছে অধিনায়কত্ব করার, তাদের ধন্যবাদ। অবশ্যই আমার চিন্তাভাবনা এখন পুরোটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়ে। অবশ্যই চেষ্টা করব শতভাগ এখানেও দেওয়ার। যে পারফরম্যান্স করব, সেটা যেন দলের উপকারে আসে।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর