বিশ্বকাপে শনিবারই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামে ভারত। সেই ম্যাচেই দুই দলের ক্রিকেটাররা জড়িয়ে পড়ল বাদানুবাদে। ভারতের অধিনায়ক উদয় সাহারান জুনিয়র টাইগারদের দিকে তেড়ে আসলেই ঝামেলার সূত্রপাত।
বাংলাদেশ শুরুটা ভালই করে। বল হাতে ৭.২ ওভারের মধ্যে ভারতের দু’টি উইকেট ফেলে দেয় তারা। সেখান থেকে হাল ধরেন ভারতের ওপেনার আদর্শ সিংহ এবং অধিনায়ক উদয়। তৃতীয় উইকেটে আদর্শ ৭৬ রানে আউট হয়ে যান।
সেই জুটি চলাকালেই উদয়ের সঙ্গে ঝামেলা হয় বাংলাদেশের বোলার আরিফুল ইসলামের। আসলে ভারতের ব্যাটারদের আউট করার পর বাংলাদেশের বোলারদের উচ্ছ্বাস ভাল লাগেনি ভারতীয়দের। তাই রেগে যান উদয়।বাংলাদেশের আরিফুলের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের পর সে দিকে এগিয়ে যান আম্পায়ারেরা। তারা দুই ক্রিকেটারকে থামান। এগিয়ে আসেন বাংলাদেশের মাহফুজুর রহমান রাব্বি। তিনি সতীর্থ আরিফুলকে সরিয়ে নিয়ে যান। ব্যাপারটা সেখানেই মিটে যায়।
বিডি প্রতিদিন/নাজমুল