২২ জানুয়ারি, ২০২৪ ১২:৩০

পিছিয়ে পড়ে কোনওমতে ড্র আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক

পিছিয়ে পড়ে কোনওমতে ড্র আর্জেন্টিনার

সংগৃহীত ছবি

অলিম্পিক ফুটবলের বাছাইয়ে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

৬৭ মিনিটে দিয়েগো গোমেজের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এরপর ৯০ মিনিটে আর্জেন্টিনাকে সমতা এনে দেন লুসিয়ানো গুনদো।

‘বি’ গ্রুপের খেলায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ড্র করলেও চিলিকে হারিয়েছে পেরু। গ্রুপের অপর দল উরুগুয়ে। লাতিন আমেরিকার ১০টি দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে অলিম্পিক বাছাই খেলছে ভেনেজুয়েলায়। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে।

সর্বশেষ দুই অলিম্পিকে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনা এবার স্বর্ণ পদকের লক্ষ্যে প্যারিসে যেতে চায়। এ জন্য লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া এবং জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকে অলিম্পিকে পাঠানোর কথা ভাবা হচ্ছে।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের পথ বের করতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ৬৭ মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়তে হয়েছে। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে রিভার প্লেটের ক্লদিও এচেভেরিকে মাঠে নামান মাচেরানো, যাকে কয়েকটি ক্লাবের সঙ্গে লড়াইয়ের পর কিছুদিন আগে দলে ভেড়ানো নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৯০ মিনিটে এচেভেরি কাস্ত্রোকে বল বাড়ান। কাস্ত্রোর পা হয়ে বল যায় গুনদোর কাছে, যিনি বল জালে জড়িয়ে আর্জেন্টিনার হার এড়ান।

আর্জেন্টিনার পরের ম্যাচ বুধবার পেরুর বিপক্ষে। ‘এ’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল, প্রতিপক্ষ বলিভিয়া।

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর