১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৩:২৬

টানা তৃতীয় মেয়াদে এসিসির সভাপতি পদে জয় শাহ

অনলাইন ডেস্ক

টানা তৃতীয় মেয়াদে এসিসির সভাপতি পদে জয় শাহ

জয় শাহ

আবারও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হয়েছেন জয় শাহ। টানা তৃতীয় মেয়াদে মহাদেশীয় সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করবেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের এই সচিব। 

ইন্দোনেশিয়ার বালিতে এসিসির বার্ষিক সাধারণ সভায় সংস্থার সভাপতি হিসেবে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

২০২১ সালে প্রথমবার এসিসির সভাপতি হন জয় শাহ। সেবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হন তিনি। ৩২ বছর বয়সে দায়িত্ব নিয়ে এসিসির সবচেয়ে কম বয়সী সভাপতি হওয়ার কীর্তি গড়েন জয় শাহ। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পান তিনি।

ফের দায়িত্ব পেয়ে এসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান জয় শাহ। তিনি জানান, আমার ওপর ধারাবাহিকভাবে আস্থা রাখায় এসিসি বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদেরকে অবশ্যই এই খেলার সার্বিক উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে, বিশেষ করে ওইসব অঞ্চলের প্রতি, যেখানে এই খেলাটি এখনও প্রাথমিক অবস্থায় আছে। এশিয়াজুড়ে ক্রিকেটের উন্নয়নে এসিসি বদ্ধপরিকর।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর