৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০৮:৫৬

‘আমি কিছু বললে কি উইকেট বদলাবে?’

অনলাইন ডেস্ক

‘আমি কিছু বললে কি উইকেট বদলাবে?’

লিটন দাস (ফাইল ছবি)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন দাসের জন্য বিপিএল উইকেট নিয়ে প্রশ্ন প্রায় নিয়মিত। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। বিপিএলে এবার কোনো দলই দুইশ রান করতে পারেনি। জমজমাট ম্যাচও হয়নি খুব একটা। যদিও লিটন মনে করেন, দুইশ রানের উইকেট জরুরিও নয় সবসময়। বরং যেমন উইকেট পাচ্ছেন, সেটিতেই রান করতে হবে; এমন মনে করেন লিটন।

খুলনা টাইগার্সকে হারানোর পর বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেখেন, আমি কিছু বললে কী উইকেট চেঞ্জ হবে? আমি যদি বলি, কালকের ম্যাচে ২০০ রানের উইকেট দেন, দিতে পারবে? যেটা ফ্যাক্ট সেটা তো ওইভাবে খেলতে হবে। ১৫০ রানের উইকেটে আমরা কিভাবে ১৫০ রান করতে পারি এটাও একটা চ্যালেঞ্জ। আপনি সব সময় টি-টোয়েন্টিতে ২০০ রানের উইকেট পাবেন না।’

‘আমরা প্রতি বছরই চেষ্টা করি। একটা জিনিস সব সময় উইকেটকে দোষ দেওয়া এই জিনিসটা না। যারা ভালো ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলতে পারে তারা কিন্তু এই মাঠেও…এখানেও কিন্তু ১৭০ রান হওয়ার মতো ছিল। তাহলে কিন্তু আমরা কেউই উইকেটকে দোষ দিতাম না। কিন্তু সামহাউ আমরা পারি নাই। সামহাউ মিডল ওভারে আমরা রান বের করতে পারি নাই। তো আমাদের কিছু ল্যাকিংস আছে, ব্যাটাররা কিভাবে মিডল ওভারে রান করব।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর