১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৪:৩০

‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ হয়েও বেঁচে গেলেন রাহানে

অনলাইন ডেস্ক

‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ হয়েও বেঁচে গেলেন রাহানে

গেল বছরের ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়ে ব্যাপক আলোচনায় উঠে আসেন মুশফিকুর রহিম। এরপর ৩ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে বিরল এই আউটের শিকার হন ইংল্যান্ডের ব্যাটসম্যান হামজা শেখ। এবার একই আউট হয়ে আলোচনায় ভারতের ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। পরে অবশ্য বেঁচে গেছেন রাহানে।

রাহানের ঘটনা ঘটেছে মুম্বাইয়ে গতকাল রঞ্জির ম্যাচে। শারদ পাওয়ার স্টেডিয়ামে আসামের মুখোমুখি হয়েছিল মুম্বাই। এ ম্যাচে মুম্বাই অধিনায়ক রাহানে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন। পরে অবশ্য আউটের আবেদন তুলে নিয়ে রাহানেকে ক্রিজে ফিরিয়ে আনেন আসাম অধিনায়ক ডেনিশ দাস। 

ম্যাচে চা-বিরতির আগের ওভার। রাহানের রান তখন ১৮। মুম্বাইয়ের সংগ্রহ ৪ উইকেটে ১০২। আসামের পেসার দিবাকর জোহরির বল মিড অনে খেলে এক রান নেওয়ার চেষ্টা করেছিলেন রাহানে। ক্রিজ ছেড়ে দৌড়ে বেরিয়েও এসেছিলেন। কিন্তু অন্য প্রান্তে সতীর্থ শিবম দুবের ‘নো’ কল।

এর মধ্যে আসামের অধিনায়ক ডেনিশ দাস রাহানেকে রানআউট করতে স্টাম্প বরাবর থ্রো করেন। ক্রিজে ফিরতে মরিয়া রাহানের গায়ে লেগেছে ডেনিশের থ্রো। আসামের খেলোয়াড়েরা দেরি না করে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটের আবেদন করেন। নিয়ম মেনে আম্পায়ার রাহানেকে আউটও দেন।

এরপর চা বিরতিতে যায় দুই দল। চা-বিরতির সময় সিদ্ধান্ত পাল্টায় আসাম দল। রাহানেকে আউটের আবেদন তুলে নিয়ে আম্পায়ারকে চা–বিরতির সময়ই নিজেদের এই নতুন সিদ্ধান্ত জানায় তারা। 

আইন অনুযায়ী, অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটের পর কোনো ডেলিভারি করেনি আসাম। ফলে রাহানে আবারও মাঠে ফিরে আসেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর