২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১৪:০৬

অবসরে যাচ্ছেন মারাইস ইরাসমাস

অনলাইন ডেস্ক

অবসরে যাচ্ছেন মারাইস ইরাসমাস

নিউজিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দায়িত্ব পালন করছেন আইসিসির তিনবারের বর্ষসেরা আম্পায়ার মারাইস ইরাসমাস। যার মাধ্যমে এই প্রোটিয়া আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন।

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে আসা এই আম্পায়ার ক্রিকেটের আলোচিত অনেক ঘটনার সাক্ষী। তার মধ্যে সাম্প্রতিক অতীতে অনেক আলোচনার জন্ম দেওয়া ইরাসমাসের একটি সিদ্ধান্ত ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে এই অলরাউন্ডার নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে এসে বল মোকাবিলার জন্য প্রস্তুত ছিলেন না। ফলে তৎকালীন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনে সাড়া দিয়ে ম্যাথিউসকে টাইমড আউট দেন ইরাসমাস।

গতকাল (বুধবার) নিজের আম্পায়ারিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই প্রোটিয়া। এ নিয়ে ক্রিকবাজকে দেওয়া মন্তব্যে ইরাসমাস বলেন, ‘আমি অনেক সুবিধা ও ভ্রমণের সুযোগ মিস করতে যাচ্ছি। তবে নিজের কম্ফোর্ট জোন থেকে দূরে থাকার অভিজ্ঞতা আমার আছে। আশা করছি আমার জন্য বিরক্তিকর জীবন অপেক্ষা করছে। তবে আম্পায়ারিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি গত বছরের অক্টোবরে। আইসিসিকেও আগামী এপ্রিল থেকে নিজের চুক্তি শেষ করার কথা জানিয়ে দিয়েছি।’

দক্ষিণ আফ্রিকার এই এলিট প্যানেলের আম্পায়ার ২০১৬, ২০১৭ ও ২০২১ সালে আইসিসি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার (ডেভিড শেফার্ড ট্রফি) জেতেন। ইরাসমাসের অবসরে আইসিসি এলিট প্যানেলে আম্পায়ারের সংখ্যা কমে হলো ১১। একমাত্র দক্ষিণ আফ্রিকান হিসেবে রয়ে গেলেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। 

পেশাটা কতটা চ্যালেঞ্জিং, তা জানাতে গিয়ে ইরাসমাস বলেছেন, ‘এ কাজ করতে গিয়ে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সঠিক সিদ্ধান্ত জানানোর মুহূর্তে। এটা সব সময় কঠিন এবং বিশেষ ব্যাপার। কাজটা ঠিকভাবে করতে পারলে আনন্দ লাগে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর