১ মার্চ, ২০২৪ ১৪:৪১

শেষ উইকেটে শতরানের জুটি গ্রিন-হ্যাজেলউডের

অনলাইন ডেস্ক

শেষ উইকেটে শতরানের জুটি গ্রিন-হ্যাজেলউডের

ওয়েলিংটন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সবাই আসা-যাওয়ার মধ্যে থাকলেও একাই লড়াই করছিলেন ক্যামেরন গ্রিন। শেষ জুটিতে এসে থিতু হন জস হ্যাজেলউড। খাদের কিনারা থেকে ১১৬ রানের জুটিতে দলের সংগ্রহ নিয়ে গেলেন চারশ’র কাছাকাছি। এই জুটিতে তারা গড়েছেন রেকর্ডও।  

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাজেলউড যখন ব্যাট করতে নামে তখন গ্রিনের রান ৯১। প্রথম দিনেই তিনি অবশ্য সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। দ্বিতীয় দিন এসেও ব্যাট চালাতে থাকেন গ্রিন। সঙ্গ দেন হ্যাজেলউড। শেষ পর্যন্ত ৬২ বলে ২২ রান করে আউট হন তিনি। আর গ্রিন অপরাজিত থাকেন ১৭৪ রানে। ৯ উইকেটে ২৬৭ থেকে অস্ট্রেলিয়া থামে ৩৮৩ রানে গিয়ে।

তাদের ১১৬ রানের এই জুটি ইংল্যান্ড ছাড়া বাকি যেকোনো দলের বিপক্ষে সর্বোচ্চ শেষ জুটি। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ জুটিতে অস্ট্রেলিয়ার আগের সেরা ছিল জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রার ১১৪।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর