৬ মার্চ, ২০২৪ ১৪:০৫

আবারও পিচ বিতর্কে জড়াল ধর্মশালা

অনলাইন ডেস্ক

আবারও পিচ বিতর্কে জড়াল ধর্মশালা

ইংল্যান্ডের সঙ্গে ধর্মশালার শেষ টেস্টে পিচ নিয়ে অভিযোগ জানিয়েছে সফরকারী ইংল্যান্ড। ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টোর অভিযোগ, রঞ্জি ট্রফিতে ব্যবহার হওয়া পিচে খেলতে হচ্ছে তাদের।

আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে গড়াবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ৫ম টেস্ট। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো। ধর্মশালায় নিজের শততম টেস্ট খেলতে নামছেন বেয়ারস্টো। তখন এই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১০০ টেস্ট খেলতে পারা মানে বিশাল কিছু। আমাদের এখানে কিন্তু গত মাসে রঞ্জিতে ব্যবহার হওয়া পিচে খেলতে হচ্ছে। দেখা যাক পিচ কেমন ব্যবহার করে।’ 

তবে এরপরেই গ্রাউন্ডসম্যানদের প্রশংসা করতে ভোলেননি তিনি, ‘আবহাওয়া বিবেচনায় নিয়ে গ্রাউন্ড স্টাফরা পিচে দারুণ কাজ করেছেন। আউটফিল্ডের কাজেও বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন তারা। ভালোই লাগছে। এটা পৃথিবীর সবচেয়ে নান্দনিক ভেন্যুগুলোর একটি।’ 

বর্তমানে ধর্মশালার আবহাওয়া মোটেও খেলার অনুকূল নয়। গত কয়েক দিন ধরে আবহাওয়া মেঘলা। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। টেস্ট চলাকালীনই বৃষ্টিপাত ও বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর