১৩ মার্চ, ২০২৪ ১৪:৩৪

চ্যাম্পিয়নস লিগ: ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ: ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

সবশেষ ২০১০ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল আর্সেনাল। অবশেষে মঙ্গলবার দিবাগত রাতে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনালে নাম লেখালো ইংলিশ ক্লাবটি।

পোর্তোর মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল গার্নার্সরা। ফিরতি লেগে এদিন ঘরের মাঠে ১-০ গোলে জয় পায় মাইকেল আর্তেতার শিষ্যরা। তাতে দুই লেগ মিলিয়ে হয়ে যায় ১-১ এর সমতা। সেটা ভাঙতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকে অটুট। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নার্ভ ধরে রেখে পোর্তোকে ৪-২ ব্যবধানে হারিয়ে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে আর্সেনাল।

টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় আর্সেনাল প্রথম চার শটেই গোল করে। অন্যদিকে পোর্তো প্রথম চার শটের দুটি মিস করে বসে। তাতে আর্সেনাল ৪-২ ব্যবধানে জিতে যায়। ১৪ বছর পর নাম লেখায় কোয়ার্টার ফাইনালে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর