১৭ মার্চ, ২০২৪ ১৪:৫০

ব্রাজিল দলে আবারও ইনজুরির হানা

কাজেমিরো, ব্রাজিল

ব্রাজিল দলে আবারও ইনজুরির হানা

কাজেমিরো

চোটের থাবায় এমনিতেই জর্জরিত ব্রাজিলের জন্য এবার আরেকটি বড় ধাক্কা। ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে দল থেকে ছিটকে পড়লেন এবার কাজেমিরো। অভিজ্ঞ এই মিডফিল্ডারের জায়গায় ডাক পেলেন পেপে।

চোটের কারণে এই দুই ম্যাচের জন্য ব্রাজিল পাচ্ছে না প্রথম পছন্দের দুই গোলকিপার আলিসন বেকার ও এদেরসন, ডিফেন্ডার মার্কিনিয়োস ও ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লিকে। সেখানেই এবার যোগ হলো কাজেমিরোর নাম। চোটের কারণে দল বাছাই করা কতটা কঠিন হয়ে পড়েছে, তা ফুটে উঠল কোচ দরিভাল জুনিয়রের কথায়।

তিনি জানান, ৫০ জনের প্রাথমিক তালিকা থেকে চোটের কারণে এর মধ্যেই ১৩ জনের না থাকা নিশ্চিত করা হয়েছে তাদের ক্লাবের পক্ষ থেকে। দুর্ভাগ্যজনকভাবে আমরা কাজেমিরোকেও হারালাম। পোর্তোর পেপেকে দলে ডাকা হয়েছে, এমনিতে ফরোয়ার্ড হলেও এখন খেলছে মিডফিল্ডে।

মূলত উইঙ্গার হলেও পেপে খেলেছেন রক্ষণেও। এখন মাঝমাঠে খেলছেন ২৭ বছর বয়সী ফুটবলার। ব্রাজিলের হয়ে আগে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। গত বছর মাঠে নেমেছিলেন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। দলের পরাজয়ের ম্যাচে মিনিট দশেক খেলেছিলেন তিনি।

চোটাক্রান্তদের বদলি হিসেবে ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনো ও পোর্তোর ফরোয়ার্ড গালেনোকে নেওয়ার কথা আগেই বলেছিলেন কোচ। এবার যোগ করা হয়েছে ভাস্কো দা গামার গোলকিপার লিও জার্দিমকে। আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে খেলবে ব্রাজিল। তিনদিন পর মাদ্রিদে তাদের প্রতিপক্ষ স্পেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর