২২ মার্চ, ২০২৪ ১০:৩৬

লঙ্কান শিবিরে শুরুতেই খালেদের আঘাত

অনলাইন ডেস্ক

লঙ্কান শিবিরে শুরুতেই খালেদের আঘাত

ফাইল ছবি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর বল হাতে শুরুতেই সফলতা পেয়েছে টাইগাররা।

দিনের শুরুতেই শ্রীলঙ্কা শিবিরে আঘাত করেন বাংলাদেশের পেসার খালেদ আহমদ। দ্বিতীয় ওভারের শেষ বলে তিনি ফেরান নিশান মাদুশকাকে। তার বলে এজ হয়ে থার্ড স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন নিশান। ২ রান আসে তার ব্যাট থেকে। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় লঙ্কানরা।

এদিন বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে পেসার নাহিদ রানার। 

বাংলাদেশ একাদশঃ 

নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেন, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও শাহাদাত হোসেন দিপু।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর