১২ এপ্রিল, ২০২৪ ২২:২১

আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের ভেন্যু বদলে যেতে পারে

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের ভেন্যু বদলে যেতে পারে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার কথা আর্জেন্টিনার চলতি বছরের ৯ জুন। নিরপেক্ষ ভেন্যু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করার কথা ভাবছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের ভেন্যু পরিবর্তন করে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আনতে চায় এএফএ। 

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর থেকেই কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা প্রস্তুত হতে শুরু করবে। ল্যাটিন আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার আগে শেষ ম্যাচটি নিজেদের দেশে আয়োজন করতে চায় এএফএ। নিজেদের মাঠ থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একটি বিদায় সংবর্ধনা দেয়ার উদ্দেশ্য ছিল তাদের। তবে কাজটি মোটেও সহজ হতে যাচ্ছে না এএফএ'র জন্য। কারণ এই ম্যাচ আয়োজনের পেছনে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক কোম্পানি। এই কোম্পানির সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন একটি চুক্তিতে সই করেছে। তাদের সম্মতি পেলেই কেবল এএফএ ভেন্যু পরিবর্তন করতে পারবে। কোপা আমেরিকার আগে জুন মাসে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচই হবে। ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা শিকাগোর সোলজার ফিল্ডে। গুয়েতেমালার বিপক্ষে ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসির কমান্ডার্স ফিল্ডে জুনের ১৪ তারিখ।     

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর