৩০ এপ্রিল, ২০২৪ ১৪:১৮

লিটনের কোমরের চোট কতোটা গুরুতর?

অনলাইন ডেস্ক

লিটনের কোমরের চোট কতোটা গুরুতর?

আজ (মঙ্গলবার) চট্টগ্রামে ফিল্ডিং অনুশীলনে নেমেই কোমরের চোটে পড়েছেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস। চোটের ফলে তাকে তাৎক্ষণিকভাবেই মাঠ ছাড়তে হয়েছে।

লিটনকে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা গেছে।

সময়টা লিটনের খুব একটা ভালো যাচ্ছে না। একেবারেই ফর্মে নেই তিনি। সম্প্রতি বেশ কয়েকবার শূন্য রানে আউট হয়ে তিনি সাজঘরে ফিরেছেন। পড়েছেন বহুমুখী সমালোচনায়। এবার তিনি জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পড়লেন চোটে।

চোট কতোখানি গুরুতর সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে শঙ্কা আছে, চোট গুরুতর হলে লিটনকে কিছুদিন মাঠের বাইরে থাকতেও হতে পারে।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর