১০ মে, ২০২৪ ০১:৩১

প্রীতি জিনতাকে বিদায় করে টিকে থাকলেন কোহলি

অনলাইন ডেস্ক

প্রীতি জিনতাকে বিদায় করে টিকে থাকলেন কোহলি

সমীকরণটা ছিলো বাঁচা মরার। জিতলে টিকে থাকবে প্লে-অফ খেলার কিঞ্চিত আশা। হারলে নিশ্চিত বিদায়। 

এমন চাপ মাথায় নিয়েই পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে নেমেছিল। শেষ পর্যন্ত আপাতত বাজিতে জিতেছে বিরাট কোহলির দল। ম্যাচটি তারা জিতে নিয়েছে ৬০ রানে। ফলে মুম্বাই ইন্ডিয়ানসের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে যাওয়ার আগেই বাদ পড়লো প্রীতি জিনতার পাঞ্জাব।

১২তম ম্যাচে বেঙ্গালুরুর এটি পঞ্চম জয়। তবে এখনও সামনে নানা সমীকরণ। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতেই আছে বেঙ্গালুরু। অন্যদিকে সমান ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া স্যাম কারেনের পাঞ্জাব ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয়ে নেমে গেছে।  

কোহলির ৯২ রানের ইনিংসে ভর করেই ৭ উইকেটে ২৪১ রান করে বেঙ্গালুরু। রান তাড়া করতে নেমে পাঞ্জাব ১৭ ওভারে অলআউট হয় ১৮১ রানে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর