১৭ মে, ২০২৪ ১৩:২৪

দুই রকম অভিজ্ঞতার গল্প শোনালেন তাসকিন

অনলাইন ডেস্ক

দুই রকম অভিজ্ঞতার গল্প শোনালেন তাসকিন

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে চোখ ভিজিয়ে মিরপুর ছেড়েছিলেন তাসকিন আহমেদ। এবার সেই মিরপুরে বসে শোনালেন আরেক অভিজ্ঞতার কথা। 

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে পাওয়া পাঁজরের চোটে তাঁর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা নিয়ে শঙ্কা জাগে। শুধুমাত্র তাসকিনকে পাওয়া যাবে কিনা এই অপেক্ষায় দল ঘোষণা পিছিয়ে দিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগের ঘটনার মতো পরেরটাও তাসকিনের হৃদয়ে দাগ কেটেছে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিসিবির রেকর্ড করা এক ভিডিওতে তাসকিন বলেন, 'দলটা যখন পিছিয়েছে, একটা জিনিসই মনে পড়েছে যে, ২০১৯ বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। আরেকটা বিশ্বকাপে (অপেক্ষায়) দল দিতে দুই দিন পিছিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের। চেষ্টা করব এই সম্মানের মূল্য দেওয়ার।'

ফিটনেস ইস্যুতে বাদ পড়ার পর অনেকেই তাসকিনের ক্যারিয়ারের এপিটাফ লিখে ফিলেছিলেন। তবে তাসকিন নিজেকে চ্যালেঞ্জ জানান।

করোনার মধ্যে ফিটনেসের সঙ্গে স্কিল নিয়েও কাজ করে তাক লাগিয়ে দেন। সেনিয়ে বলেন, 'আমি বাংলাদেশ হয়ে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া ছিলাম। কারণ, সবাই বলতো আমি শেষ। নিজের সঙ্গে জেদ করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম যে আমি আরেকবার লাল-সবুজ (জার্সি) পরব।'


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর