১৭ মে, ২০২৪ ১৮:২৬

রোনালদো বনাম মেসি: কার বার্ষিক আয় বেশি?

অনলাইন ডেস্ক

রোনালদো বনাম মেসি: কার বার্ষিক আয় বেশি?

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় নাম উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। এ নিয়ে চতুর্থবার তিনি এই তালিকায় নাম লেখালেন। ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার গত এক বছরে ২৬ কোটি মার্কিন ডলার (৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি) আয় করেছেন।

রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় স্প্যানিশ গলফার জন রামের। তার বার্ষিক আয়ের পরিমাণ ২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

এরপরেই আছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। এই সময়ে সাড়ে ১৩ কোটি ডলার ( ১ হাজার ৫৮২ কোটি টাকার বেশি) আয় করেছেন তিনি। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের হালনাগাদ তালিকায় এ সব তথ্য উঠে এসেছে।

আয়ের দিক থেকে শীর্ষ পাঁচে থাকা শেষ দুটি নাম যুক্তরাষ্ট্রের এনবিএ (বাস্কেটবল) তারকা লেব্রন জেমসের (আয় ১২ কোটি ৮২ লাখ) আর গ্রিক-নাইজেরিয়ান বাস্কেটবল তারকা জিয়ানিস আন্তেতেকুমপোর আয় ১১.১ কোটি ডলার।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর