২০ মে, ২০২৪ ০৮:৩৫

রিয়াল মাদ্রিদকে একাই রুখে দিলেন সরলোথ

অনলাইন ডেস্ক

রিয়াল মাদ্রিদকে একাই রুখে দিলেন সরলোথ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে একাই চার গোল করেন আলেকজান্ডার সরলোথ। ছবি- সংগৃহীত।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুই সপ্তাহের কম সময়ের আগে বড় এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ভিয়ারেয়ালের বিপক্ষে এক পর্যায়ে তিন গোলে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ হলো কার্লো আনচেলত্তির দল। 

দারুণ সব প্রত্যাবর্তনের গল্প লেখে অভ্যস্ত স্প্যানিশ চ্যাম্পিয়নদের উল্টো অভিজ্ঞতার তেতো স্বাদ দিলেন আলেকসান্দার সরলথ। প্রতিপক্ষের মাঠে রবিবার (১৯ মে) লা লিগার ম্যাচটি ৪-৪ গোলে ড্র করেছে চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা রিয়াল।

আগেভাগে শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় দলকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এদিনও নিয়মিত একাদশের অনেককেই বাইরে রাখেন তিনি। শুরুর একাদশে আক্রমণভাগে ভিনিসিউস-রদ্রিগো-বেলিংহ্যামরা ছিলেন না। যদিও তার কোনো প্রভাবই পড়তে দেননি অন্যরা। 

আগের দুই ম্যাচে জালের দেখা পাওয়া আর্দা গিলের এবার করেন জোড়া গোল। সঙ্গে হোসেলু ও লুকাস ভাসকেসের লক্ষ্যভেদে প্রথমার্ধেই ৪-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। কিন্তু বিরতির পর প্রথম ১১ মিনিটেই সবকিছু পাল্টে দেন সরলোথ। দলের চারটি গোলই করেন তিনি।

লিগে টানা ৯ জয়ের পর হোঁচট খেল রিয়াল। ৩৭ ম্যাচে ২৯ জয় ও সাত ড্রয়ে তাদের পয়েন্ট ৯৪। আগামী ২৫ মে লিগের শেষ রাউন্ডে রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। এরপর আগামী ১ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ইউরোপের সফলতম ক্লাবটি। 

আরেক ম্যাচে রায়ো ভাইয়েকানোকে ৩-০ গোলে হারিয়ে রানার্সআপ হওয়া নিশ্চিত করেছে বার্সেলোনা। তাদের পয়েন্ট ৮২।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর