২ জুন, ২০২৪ ২২:২৫

ওয়েস্ট ইন্ডিজকে ১৩৭ রানের লক্ষ্য দিল পাপুয়া নিউগিনি

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজকে ১৩৭ রানের লক্ষ্য দিল পাপুয়া নিউগিনি

পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতলে ওয়েস্ট ইন্ডিজ বড় রানের আশায় চোখ বুজে ব্যাটিং নেবে এমনই ধারণা ছিল ভক্তদের। তবে রোভম্যান পাওয়েল বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে অবাক করেন। বোলাররা অবশ্য হতাশ করেননি। দ্বিতীয় ও তৃতীয় ওভারে উইকেট তুলে নেয় তারা। ৬ ওভার শেষে ৩৪ রানে ৩ উইকেট হারায় পিএনজি। 

ওই ধাক্কা সামলে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের পুঁজি পেয়েছে পাপুয়া নিউগিনি। দলের হয়ে চারে ব্যাট করা সেসে বাউ ৫০ রানের ইনিংস খেলেন। তার ৪৩ বলের ইনিংস ছয়টি চার ও এক ছক্কায় সাজানো ছিল। 

পিএনজির হয়ে ওপেনার ও অধিনায়ক আসাদ ভালা ২১ রানের ইনিংস খেলেন। সাতে ব্যাট করতে নেমে ১৮ বলে ২৭ রান করেন উইকেটরক্ষক কিপলিন দরিগা। তিনটি চার মারেন তিনি। চার্লস আমিনি ১২ ও চাঁদ সোপার ১০ রান যোগ করেন। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেপ ৩৪ রানে ২টি এবং আন্দ্রে রাসেল ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। এক উইকেট পেলেও স্পিনার আকিল হোসেন দুর্দান্ত বোলিং করেন। তিনি ৩ ওভারে মাত্র ৯ রান দেন। রোমারিও শেফার্ড ৩ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর