৭ জুন, ২০২৪ ১৯:২১

সামনে লঙ্কাকাণ্ড, কী ভাবছেন শান্ত?

অনলাইন ডেস্ক

সামনে লঙ্কাকাণ্ড, কী ভাবছেন শান্ত?

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। সে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে আশার বাণী শোনালেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মাত্র ৭৭ রানে অলআউট হয়েছে দলটি। এরপর হেরেছে ৬ উইকেটে। 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘তাদের মনে কী চলছে, কীসের মধ্য দিয়ে যাচ্ছে, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের কথাই ভাবছি। আমাদের নিজেদের শক্তিমত্তার ওপরই আমরা খেলতে চাই। হ্যাঁ, তারা প্রথম ম্যাচটা ভালো খেলেনি। তবে সেটা নিয়ে আমরা ভাবছি না।’

শান্ত অতীত নিয়ে পড়ে থাকতে নারাজ, ‘অতীতে ভালো সময় যায়নি, কাল পুরোপুরি একটা নতুন দিন। আমরা জানি না কে ভালো খেলবে, কে দলকে জেতাবে। তবে আমরা সবাই দলকে জেতানোর জন্যে প্রস্তুত, ১৫ জনের সবার সে সক্ষমতা রয়েছে।’ 

অধিনায়ক আরও বলেছেন, ‘ব্যাটার যদি সেট হয়, সে যেন খেলাটা শেষ করে আসে, বোলার যদি ভালো বল করা শুরু করে সে যেন ওই চারটা ওভার ভালোভাবে বল করে। আমি আশাবাদী যে আমরা ভালোভাবে দিনটা কাজে লাগাতে পারব।’

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর