৮ জুন, ২০২৪ ১২:২৫

হার্শা ভোগলের চোখে লিটনই বাংলাদেশের সেরা ব্যাটার

অনলাইন ডেস্ক

হার্শা ভোগলের চোখে লিটনই বাংলাদেশের সেরা ব্যাটার

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ টার্গেটে স্বস্তির জয় পেল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টাইগার ওপেনার লিটন দাস।

অথচ বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে লিটন ছিলেন না ছন্দে। টি-টোয়েন্টি ম্যাচে করতে পারছিলেন না ঠিক টি-টোয়েন্টি সুল ব্যাটিং। বিশ্বকাপের প্রথম ম্যাচে এসেই রানে ফিরলেন বাংলাদেশের এই ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রান করে দলের জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যদিও বল খেলেছেন ৩৮টি। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের হয়ে লিটনের এই হাল ধরা ইনিংসই প্রশংসা কুড়াচ্ছে সবার।

তাই ফর্মে ফেরায় এখনো লিটনকে বাংলাদেশের সেরা সাদা বলের ক্রিকেটার মনে করেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

এক্স হ্যান্ডলে হার্শা লিখেন, ‘তাওহীদ হৃদয়ের ব্যাপারে অনেক কিছুই শুনেছি এবং তা অতিরঞ্জিত ছিল না। তাকে স্পেশাল খেলোয়াড় বলেই মনে হচ্ছে। তবে বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরাটা গুরুত্বপূর্ণ। কারণ, আমি বিশ্বাস করি, সাদা বলে সে তাদের (বাংলাদেশ) সেরা ব্যাটার।’

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দু’দলের সর্বশেষ সিরিজও ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর