৮ জুন, ২০২৪ ১৪:৩০

টাইগারদের স্বস্তির জয় নিয়ে যা বললেন তামিম

অনলাইন ডেস্ক

টাইগারদের স্বস্তির জয় নিয়ে যা বললেন তামিম

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে শ্রীলঙ্কা। ওই রান তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখে জয় টাইগাররা।  

ব্যাট করতে গিয়ে খুব একটা সহজে জয় পায়নি টাইগাররা। টপ অর্ডারের ব্যর্থতা আজও বাংলাদেশ ইনিংসের শিরোনাম হয়ে থাকবে। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। তারপরও বাংলাদেশের সাম্প্রতিক বাজে পারফর্মের ভিড়ে এমন এক জয় স্বস্তিদায়ক বলেই মনে করেন তামিম ইকবাল।

বিশ্বকাপে তামিমকে দেখা গেল ব্রডকাস্টিং পার্টনার স্টার স্পোর্টসে। স্টার স্পোর্টসের আলাপকালে তামিম বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বেশ কিছু ঘটনা ঘটেছে। নাগিন ডান্স দিয়ে শুরু, এরপর টাইমড আউট। এই জয়ে খুব খুশি।’

এমন জয়ের পর সাবেক এই অধিনায়কের মুখে আলাদা করে উঠে এলো মুস্তাফিজুর রহমানের নাম। তামিম মানছেন, ফিজ ভালো করলেই বাংলাদেশের ভাল করার সম্ভাবনা বাড়বে, ‘মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।’

বাংলাদেশের সাম্প্রতিক বাজে পারফর্মের ভিড়ে এমন এক জয় স্বস্তিদায়ক বলেই মনে করেন  তামিম, ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।’

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর