১২ জুন, ২০২৪ ০৭:৩৫

বাবরকে নেতৃত্ব ছাড়তে বললেন মালিক

অনলাইন ডেস্ক

বাবরকে নেতৃত্ব ছাড়তে বললেন মালিক

শোয়েব মালিক-বাবর আজম

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুইটি ম্যাচ হেরে গেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে হারের কারণে এবার বাবর আজমকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুপার ওভারে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে মাত্র ৬ রানে হারে দলটি। ভারতের বিপক্ষে ১২০ রান তাড়া করতে গিয়ে কেবল ১৩ রানেই ফিরে যান বাবর। তাই বাবরকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।

মালিক বলেন, আমি লম্বা সময় ধরে বলে আসছি যে, দয়া করে অধিনায়কত্বটা ছেড়ে দাও। তুমি (বাবর) ক্লাস প্লেয়ার এবং বাড়তি দায়িত্ব না থাকলেই কেবল তুমি তোমার ক্লাস দেখাতে পারবে। নেতৃত্ব থেকে দূরে থাকলে, সেটা বাবরের জন্য ভালো হবে।

তিনি বলেন, লোকে বাবর-রিজওয়ানের স্ট্রাইকরেট নিয়ে কথা বলে, সেজন্য সায়েম আইয়ুবকে দলে আনা হয়েছে। গতকাল (পরশু) ১২০ রান তাড়া করার ম্যাচ ছিল। সেখানে কেন স্ট্রাইকরেট বাড়ানোর চেষ্টা করতে গেলে। সবদিক থেকেই জয়ের জন্য মঞ্চ তৈরিই ছিল।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর