১৩ জুন, ২০২৪ ১০:০৬

ব্যাটারদের কাছে কী চান শান্ত?

অনলাইন ডেস্ক

ব্যাটারদের কাছে কী চান শান্ত?

নাজমুল হোসেন শান্ত (ফাইল ছবি)

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। আজ বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

এদিকে, ব্যাট হাতে বাংলাদেশের টপ অর্ডার যেন ব্যর্থতা থেকে বের হতে পারছে না। দলের স্কোর বাড়ানোর দায়িত্ব গিয়ে পড়ছে তাওহীদ হৃদয় কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের ওপর। বোলাররা খেলছেন ধারাবাহিক। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ভাটা পড়ছে দলের পারফরম্যান্স। এটাই যেন বাংলাদেশ জাতীয় দলের সাম্প্রতিক সময়ের চিত্র। দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ থেকে বিশ্বকাপ, এভাবেই চলছে বাংলাদেশ। 

ডাচদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে ব্যাটারদের নিয়েই প্রশ্ন হয় বেশি। শান্ত নিজেও রানে নেই। বাড়তি চাপ আছে কি না অধিনায়ক হিসেবে– এমন এক প্রশ্নের উত্তরে টাইগার অধিনায়ক বলেন, ‘অবশ্যই (আমার) ব্যাটিংটা ভালো হয়নি। রান করতে হবে ব্যাটার হিসেবে। বাড়তি কোনো চাপ ফিল করছি না। যদি শুরু পাই অবশ্যই দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করব।’  

শান্ত যোগ করেন, ‘অধিনায়ক দেখে এমন না যে প্রতিদিনই ভালো খেলতে হবে। এরকমও ফিল করছি না। আমার দায়িত্ব আছে আমি একজন ব্যাটার হিসেবে কতটুকু অবদান রাখতে পারি। এটা নিয়ে আমি পরিশ্রম করছি এবং আশা করছি যে সামনে ভালো কিছু হবে।’

গোটা দলের ব্যাটিং প্রসঙ্গে শান্ত জানান, ‘সত্যি কথা বলতে ২-৩ জন ভালো করছে। লিটন একটা ইনিংস ভালো ব্যাট করেছে, হৃদয় ভালো ব্যাটিং করছে, রিয়াদ ভাই ভালো টাচে আছে। টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় যে ভালো করছে ওই দিনটাতে তার খেলাটা শেষ করাটা গুরুত্বপূর্ণ। আমি কখনও আশা করব না ৭ জন ব্যাটারই ভালো খেলবে। আমি চাই যে সেট হচ্ছে সে যেন শেষ করে আসে। অবশ্যই উপর থেকে ভালো হলে ভালো, তবে আমি চাই যে সেট হচ্ছে ও যেন খেলাটা শেষ করে।’

নেদারল্যান্ডস ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অবশ্যই যেখানেই আমরা খেলতে যাই সেখানেই আমাদের সমর্থকরা চলে আসে। ওয়েস্ট ইন্ডিজে সমর্থকরা আমাদের দলকে সমর্থন করতে চলে আসে। যেটা আমরা মনে করেছি। হোটেলে ছিলাম আমরা, অনেক মানুষ আমাদের খেলা নিয়ে কথা বলছে। ভালো লাগছে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর