১৬ জুন, ২০২৪ ২২:৩৩

নিয়ম রক্ষার ম্যাচে আয়ারল্যান্ডকে ১০৬ রানে আটকে দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক

নিয়ম রক্ষার ম্যাচে আয়ারল্যান্ডকে  ১০৬ রানে আটকে দিল পাকিস্তান

পাকিস্তান ও আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালের আসর থেকে আগেই বিদায় নিয়েছে। রবিবার কেবল নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নেমেছে দুই দল। গুরুত্বহীন ম্যাচে আইরিশদের ৯ উইকেট তুলে মাত্র ১০৬ রানে বেঁধে ফেলেছে পাকিস্তান।

ফ্লোরিডার লডারহিলে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে শুরুতেই কোণঠাসা করে ফেলে পাকিস্তানের পেসাররা। স্কোরকার্ড চালু হওয়ার আগেই আইরিশদের প্রথম উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। অ্যান্ডি বালবির্নিকে (৩ বলে ০) বোল্ড করে দেন বাঁহাতি এই পেসার।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে লরকান টাকারের উইকেটও তুলে নেন শাহিন। তখন আইরিশদের স্কোরকার্ডে মাত্র ২ রান। পরের ওভারে বল করতে এসে অধিনায়ক পল স্টার্লিংকে (২ বলে ১) সাজঘরের পথ দেখান মোহাম্মদ আমির। বাঁহাতি এই পেসারের বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ হন স্টার্লিং।

৪ রান করতেই ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ১৫ রানের মাথায় হ্যারি টেক্টরকে (৬ বলে ০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শাহিন।

পিচে একটু স্থির হওয়ার চেষ্টায় থাকা জর্জ ডকরেলকে ১০ রানের (১১ বলে) বেশি করতে দেননি আমির। তাকে স্লোয়ার বল দিয়ে নিজের হাতের ক্যাচ বানান আমির। কার্টিস ক্যাম্পারকে (১৪ বলে ৭) তুলে নেন হারিস রউফ। অর্থাৎ ৩২ রানে ৬ উইকেট নেই আইরিশদের।

এরপর প্রতিরোধ গড়ে দলের মান বাঁচান গ্রেরেথ ডেলানি ও মার্ক অ্যাডায়ার। ৩০ বলে ৪৪ রানের জুটি গড়েন তারা। ইমাদ ওয়াসিমের বলে শাদাব খানের হাতে ক্যাচ হওয়ার আগে ১৯ বলে ৩১ রানের দ্রুতগতির ইনিংস খেলেন তিনি। অ্যাডার করেন ১৯ বলে ১৫ রান। তাকে নিজের দ্বিতীয় শিকার বানান ইমাদ।

দশম উইকেটের জুটিতে ৩৬ বলে অপরাজিত ২৬ রানের জুটি করেন জস লিটন ও বেন হোয়াইট। এতে মান বাঁচানো একটি পুঁজিই পেয়ে যায় আয়ারল্যান্ড।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন ইমাদ ও শাহিন। দুটি উইকেট শিকার করেন আমির আর ১টি উইকেট নিজের থলিতে পুরেন হারিস রউফ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর