১৭ জুন, ২০২৪ ০০:৪২

শেষ ম্যাচেও টেনেটুনে জিতল পাকিস্তান

অনলাইন ডেস্ক

শেষ ম্যাচেও টেনেটুনে জিতল পাকিস্তান

আগেই গ্রুপ পর্ব থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ করার নিশ্চয়তা পেয়েছিল পাকিস্তান। কারণ তার আগেই এই গ্রুপ থেকে সুপার এইটের টিকেট নিশ্চিত করে ফেলেছিল ভারত ও স্বাগতিক যুক্তরাষ্ট্র।

নিয়ম রক্ষার শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও সেই ধুঁকতে থাকা পাকিস্তানকেই দেখা গেলো। ১০৭ রানের টার্গেটে খেলতে নেমে বাবর আজমের দল রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। যদিও ৭ উইকেট হারিয়ে বাবরের ৩৪ বলে ৩২ রানের ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ১১১ রান করে জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।

তবে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় ছিলো ‍খুবই দৃষ্টিকটু। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাটে ধারাবাহিকভাবে ভালো করতে পারেনি দলটির কোনো ব্যাটার। আজকের ম্যাচেও বাবর ছাড়া কেউ ২০ রানের ঘর পেরোতে পারেনি।

শুরুতে বল করতে নেমে দারুণ করেছিল পাকিস্তানের বোলাররা। শাহিন শাহ আফ্রিদি ও ইমাদ ওয়াসিম নিয়েছিলেন ৩টি করে উইকেট। মোহাম্মদ আমিরের শিকার ছিল দুই। ব্যাট হাতেও শাহিন ৫ বলে করেছেন ১৩ রান। ম্যাচসেরার ‍পুরস্কারও উঠেছে তার হাতে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর