২১ জুন, ২০২৪ ২২:৩৯

ডি কক-মিলারের ব্যাটে দক্ষিণ আফ্রিকার ১৬৩ রানের পুঁজি

অনলাইন ডেস্ক

ডি কক-মিলারের ব্যাটে দক্ষিণ আফ্রিকার ১৬৩ রানের পুঁজি

উদ্বোধনী জুটিতে শুরুটা দারুণ হয় দক্ষিণ আফ্রিকার। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়েই তুলেছিল ৬০ রানের অধিক। তবে শেষ দিকে ইংল্যান্ডের বোলিং তোপে খুব বেশি রান নিতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। ১৬৩ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

শুক্রবার সেন্ট লুসিয়ায় গ্রস আইলেটের ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি ককের ব্যাটে উড়ন্ত শুরু হয় দক্ষিণ আফ্রিকার। হেনড্রিকস ঠান্ডা মাথায় খেলতে থাকলেও ব্যাট হাতে তাণ্ডব চালান ডি কক। মাত্র ২২ বলে তুলে নেন ফিফটি। উদ্বোধনী জুটিতে হেনড্রিকসের সঙ্গে গড়েন ৫৯ বলে ৮৬ রানের জুটি।

দশম ওভারে মঈন আলীর বলে ক্যাচ দিয়ে হেনড্রিকস ফিরলে ভাঙে এই জুটি। ২৫ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া ওপেনার।

তবে ডি কক ব্যাট চালানো থামাননি। যদিও বেশিক্ষণ আর টিকতে পারেননি। জোফরা আর্চারের বলে ৬৫ রানে ফেরেন ডি কক।

পরে তিনে নামা ক্লাসেন ৮ রান করে আউট হন। চারে নামা মিলার এসে ধরেন দলের হাল। তিনি ২৮ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন। পরে আর বলার মতো কেউ রান করতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে আর্চার পেয়েছেন ৩টি উইকেট। একটি করে উইকেট নেন মঈন আলী ও আদিল রশিদ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর